বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, শরীয়তপুর জেলা শাখার ৪র্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত

 

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, শরীয়তপুর জেলা শাখার ৪র্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, শরীয়তপুর জেলা শাখা’র ৪র্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো আজ ০৯ মে ২০২৫ খ্রি.। সকাল ১১ টায় আইন সেবা কেন্দ্র, জজ কোর্ট, শরীয়তপুরে ‘বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, শরীয়তপুর জেলা শাখা’র চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

শরীয়তপুর জেলা শাখা উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের পরিবেশিত জাতীয় সংগীত পরিবেশনা এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের অনুষ্ঠান শুরু হয়। প্রাবন্ধিক এমএম আলমগীর সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। ১ম অধিবেশনে আলোচনা সভায় অ্যাডভোকেট মোদাচ্ছের হোসেনে বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেনপ্রাবন্ধিক মৃধা শফিক, কবি স্বপন সরকার, কবি শাহজালাল মিয়া, সুশান্ত ভাওয়াল, নজরুল ইসলাম রিপন, কবি আমিনুল এইচ এস, কবি রাজলক্ষ্মী, সহযোগী অধ্যাপক রিনা রানী দাস, কবি নুরুল হক ঢালী, কবি শ্যামসুন্দর দেবনাথ, মাসুক আলী দেওয়ান, অধ্যাপক শফিউল বাসার স্বপন, প্রাবন্ধিক এম এম আলমগীর এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন। ‘সাহিত্য সমাজ পরিবর্তনের হাতিয়ার’এটাই ছিল সকল বক্তাদের বক্তব্যের মূল ভাষ্য। বক্তারা আরো বলেন প্রগতি ধারার সাহিত্য রচনায় আমাদের এগিয়ে যেতে হবে। তাছাড়া বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাহিত্যিকদের করণীয় সম্পর্কেও আলোচনা করা হয়। আলোচকগণ বলেনআমরা নিরপেক্ষ নই, আমরা প্রগতির পক্ষে, আমরা রক্ষণশীলতার বিরুদ্ধে। পাশাপাশি উগ্র মৌলবাদীদের নারীবিদ্বেষী বক্তব্য এবং আচরণ ও মৌলবাদী কর্তৃক গাছ কর্তনের বিষয়ে কঠোর সমালোচনা করা হয়। বক্তারা বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির বিষয়ে বলেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কবি রুদ্র রহমান,

 

দুপুরের খাবার বিরতি শেষে অধ্যাপক শফিউল বাসার স্বপন এর সভাপতিত্বে ২য় অধিবেশন কাউন্সিল অনুষ্ঠিত হয়। ০৯ সদস্যের বিষয় নির্বাচনী কমিটি, মোদাচ্ছের হোসেন বাবুলকে সভাপতি ও ডি এম আলমগীরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কার্য নির্বাহী কমিটির মধ্যে ২০ জন সদস্যের নাম ঘোষণা করেন এবং একজন সদস্য কো-অপ্ট করার সিদ্ধান্ত প্রদান করেন।

 

সম্মেলনের শেষ পর্বে উপস্থিত কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন। উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পী ফৌজিয়া সালমা হৃতি, নুসরাত জাহান, রোকসানা আক্তার ও তারকনাথ কংস বনিকের দেশাত্মবোধক, লোকজ ও রবীন্দ্র সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠান সমাপ্ত হয়। সম্মেলনে আরো যে সকল কবি-সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন, তারা হলেনরুদ্র রহমান, রফিক ওসমান, এএইচ নান্নু, মুমু হাসান, আলমগীর আলম, রোকসানা আক্তার, ইনযিহান উদয় নীরব, আব্দুল কুদ্দুস মাদবর প্রমুখ…।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন