‘শরীয়তপুর সাহিত্য উৎসব-২০২৫’ উৎযাপিত
জাতীয় কবিতা মঞ্চ,
শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে অর্ধদিন ব্যাপী শরীয়তপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে গত
২৫ জানুয়ারি ‘শরীয়তপুর সাহিত্য উৎসব-২০২৫’ এর আয়োজন করা হয়। আয়োজনের প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ এহতেশাম উল হক এনডিসি, পিএসসি,
এমবিএমডিএস, এমএসএস (অবসরপ্রাপ্ত) ও লেখক; অন্যতম অতিথি ডাঃ আলমগীর মতি, প্রখ্যাত
চিকিৎসক ও গবেষক; মোঃ মজিবুর রহমান, সাংবাদিক, সংগঠক ও সমাজসেবক; বিশেষ অতিথি শাকিব
লোহানী, কবি, আবৃত্তিশিল্পী ও সংবাদ পাঠক; তালুকদার লাভলী, কবি, কথাসাহিত্যিক ও
আবৃত্তিশিল্পী (যুগ্ম সম্পাদক, আন্তর্জাতিক পেন বাংলাদেশ); আশফাকুজ্জামান, কবি ও
সাংবাদিক; সোহরাব হোসেন, সিবিএ নেতা, ইসলামী ফাউন্ডেশন; পারভীন শাহনাজ, কবি ও
গল্পকার।
সাহিত্য উৎসবের
উদ্বোধন করেন কবি মির্জা হজরত সাইজী, সভাপতি, জাতীয় সাহিত্য ফাউন্ডেশন, কেন্দ্রীয়
কমিটি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি মাহমুদুল হাসান নিজামী, সাধারণ
সম্পাদক, জাতীয় কবিতা মঞ্চ, কেন্দ্রীয় কমিটি। অন্যতম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
কবি মোঃ ফজলুল হক, শিক্ষাবিদ ও গবেষক।
প্রবন্ধ পাঠ করেন কবি
শ্যামসুন্দর দেবনাথ, প্রাবন্ধিক ও লোকজ গবেষক। আরো যারা উপস্থিত ছিলেন: কবি
তালুকদার মুহিবুল, উপদেষ্টা, জাতীয় কবিতা মঞ্চ, শরীয়তপুর জেলা। শুভেচ্ছা বক্তব্য
রাখেন কবি আমিনুল শাহ্, সাধারণ সম্পাদক, জাতীয় সাহিত্য ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি।
অন্যতম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি নাজমুল আহসান, সদস্য, বাংলা একাডেমি; লেখক
রীনা রানী দাস, সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ), জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ। কবি
সুপাস্থ মিজান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিশু সাহিত্য ফাউন্ডেশন, কেন্দ্রীয়
কমিটি। কবি খান মেহেদী মিজান, সভাপতি, গাংচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, শরীয়তপুর
জেলা; লেখক মোদাচ্ছের বাবুল, সভাপতি, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, শরীয়তপুর জেলা।
সভাপ্রধান এবং অন্যতম আয়োজক হিসেবে ছিলেন লেখক উকিল মুন্সী মুরাদ, সভাপতি, জাতীয়
কবিতা মঞ্চ, শরীয়তপুর জেলা শাখা।
কবি রফিক ওসমান, (সাধারণ
সম্পাদক, জাতীয় কবিতা মঞ্চ, শরীয়তপুর জেলা শাখা) এর সঞ্চালনায় অনুষ্ঠানটি বেলা ০৩
টার সময় শুরু হয়ে রাত সাড়ে ০৮ টা পর্যন্ত চলে। জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু
হয় অনুষ্ঠান। এর পর সাহিত্য আলোনা, দেশাত্মবোধক
গান এবং বিভিন্ন কবিদের কবিতা আবৃত্তি চলতে থাকে। কবিতা পাঠ করেন কবি ইয়াসিন আযীয,
নির্বাহী সম্পাদক, কীর্তিনাশার কাব্য। কবি ও সম্পাদক এসএম স্বপন সরকার, কবি নাসিম
জিন্নাহ বালা, কবি ও গল্পকার সুলতান মাহমুদ, কবি রুদ্র রহমান, কবি মাহমুদা সুলতানা,
কবি মোতালেব হোসেন, কবি কে এম ওসমান গনি, কবি ইনযিহান উদয় নীরব, কবি বিএম আবুল
কালাম, কবি মোঃ আব্দুল করিম বেপারী, কবি টোটন চন্দ্র দাস, কবি এএইচ নান্নু, কবি মোঃ
ইয়াউর হোসেন, কবি মোঃ কুদ্দুস মাদবর, কবি শাহিন শাহ্, কবি হোসাইন মোহাম্মদ আরিফ, কবি
বেপারী মো: রাশেদ, কবি মেহেদী হাসান, কবি আরিফ খান, কবি মোঃ হাফিজ কামাল হোসেন, কবি
আরমান হোসেন, কবি মিজানুর রহমান, কবি মোতালেব হোসেন দিব্য প্রমূখ। আবৃত্তি শিল্পী
হাসান মাসুদ খান ও মার্জিয়া সুমি কবিতা আবৃত্তি করেন।
এছাড়াও শরীয়তপুরের
বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন উৎসবে অংশগ্রহণ করে। সেগুলো হচ্ছে: রথীন্দ্র
সাহিত্য পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, শরীয়তপুর সাহিত্য পরিষদ, জাতীয় কবিতা
পরিষদ, নজরুল একাডেমি, রবীন্দ্র সংগীত সম্মিলনী পরিষদ, জাসাস, শরীয়তপুর, শরীয়তপুর
সাহিত্য একাডেমি, শিক্ষা নিকেতন (কর্মকেন্দ্রীক পাঠাগার), খেলাঘর, শরীয়তপুর,
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কথাকলি সাহিত্য একাডেমি,
গঙ্গানগর সাহিত্য নিকেতন, জাতীয় সাহিত্য পরিষদ, শরীয়তপুর সাহিত্য কল্যাণ পরিষদ,
চিকন্দী সাহিত্য সাংস্কৃতিক সংঘ, সূর্যদীঘল বাড়ি পাঠাগার, ওসমান আয়নামতি সাহিত্য
ফাউন্ডেশন, শরীয়তপুর সাহিত্য সংসদ, ঢাকা থিয়েটার, অংকুর থিয়েটার প্রভৃতি।
আলোচকগণ শরীয়তপুর থেকে
শুরুকরে দেশ এবং আন্তর্জাতিক পরিমন্ডেলের সাহিত্য এবং সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে
আলোচনা করেন।