নকিব মুকশির একগুচ্ছ কবিতা

🎈নকিব মুকশির একগুচ্ছ কবিতা🎈

নকিব মুকশির একগুচ্ছ কবিতা
                     ছবি: আর করিম


জন্মদিন

পাখিরা

বয়সের দিকে তাকায় না

তাকায়

ডানার সক্ষমতার দিকে

ডানাই তারআয়ু...

 

আর মানুষ

হায়ারোগ্লিফিকলিপির দিনেও

আয়ু মেপেছে

জন্মের মাপকাঠিতে...

 

জন্মদিন দিয়েই

মাপে মহান

জীবন ও অর্জন

আয়ুর প্রমাণ...

 

বয়সের মৃণালে

রাসুল চড়ে

ঘষে ঘষে জন্মরে করে

তারামালার জ্যোতি...

 

আর কবি

বেঁচে থাকে কোরকে,

বিপুল অরণ্যসৌকর্যে;

আকাশ, বাতাস আর

সাগরের উদারের নিচে

কবি বেঁচে থাকে...

 

অধিক সুখের ব্যথা

একটা ব্যথার পাশে আরেকটা ব্যথা

যুক্ত করে দিলে দেখি সেটা নদী হয়ে

যায়, পাশুপত হয় সব তার ঢেউ

মরুর ভেতর বয় নদী, মাঠে জন্মে

গাছ-ঘাস ফসলের কন্যা নিরবধি

 

তোমার হৃদয় দিয়ে চা বানিয়ে খেলে

পৃথিবীর প্রেমে মত্ত হয়ে পাহাড়ের

চূড়া থেকে ঝাঁপ দিতে খুব ইচ্ছা হয়

অধিক সুখের ব্যথা সহ্য করা যায়?

যায় না, পাখিরা উড়ে উড়ে সব বোঝে

 

গাইনি

ঝুপড়ি থেকেও কখনো এমন আলো আসে,

খোদ কালো মুখের সিংহাসনও ঝলমল করে

হেসে ওঠে, বেজে ওঠে সংস্কারের বিউগল...

 

এই সব দ্বেষণ পেরিয়ে একদিন তারা খোঁজে

অরণ্যমর্মের স্বাদ, ভানহীন বিপুল সরল মুখ...

 

দুধালোর হাত ধরে একদিন ঠিক নেমে আসে

কালো পাথরের শোভায় নির্জন করিডরে,

গাইনি তখন চিৎকারের রাজসাক্ষী ও মালি...

 

সুন্দরে ঠিকরানোর পর জারিত সব বিষবাণ,

ক্ষীণ প্রবাহ থেকে বেরিয়ে আসতে পারে

বিপুল সম্ভাবনা মেখে তুমুল জোয়ারের বান...

 

...আর নত হয়ে যায় উৎপাদের শস্যখেত,

আরোগ্যের রহমময় গাইনির সব বিভাময়ূর...

 

সার্কেল

গার্ভেজমানুষের অপ্রিয়, তবে প্রিয় কুকুরের...

মানুষের অখাদ্য, তবে খাদ্য পশুদের...

 

মড়ালমানুষের অখাদ্য, তবে খাদ্য শকুনের...

মানুষের অপ্রিয়, তবে প্রিয় চিলদের...

 

হন্তারকমিত্রদের কাছে মহাবীর...

শত্রুদের কাছে কূট-তীর...

 

আসলে, ভারসাম্যের অশ্বপমূলত

বৃত্তাকার রেহেল, মূলত একই পথের সার্কেল...

 

কুয়াশাচ্ছন্ন আমরা দু’জন

দুর্বা ঘাসের শয্যায় তুমি আমি মুখোমুখি বসে

তোমার উষ্ণ শরীরে আদিম প্রেমের ছোঁয়া লেগে

হৃদয় আমার নেচে ওঠেগেয়ে ওঠে পাখি 

চাঁদের আলোয় ওঠে ঝলসে সুশ্রী তোমার আঁখি

 

ক্যাফেটেরিয়ার আড্ডা শেষে পূর্ণিমার রাত্রে

কুয়াশাচ্ছন্ন এখন আমরা সেই দু'জন 

কুয়াশাক্রান্ত পূর্ণিমা-রাত্রে

 

৪১

তোমাদের পকেট ভারি হয়, তাই হয়তো

ডলফিন পায় অভয়াশ্রম, বনেরা হয় জু...

 

কোথাও কি আছে ফুলের অভয়াশ্রম?

কোথাও কি পাও মানুষের অভয়াশ্রম?

 

ফার্স্ট লেডির মেরুপ্রভায় আফ্রিকার পথ

মরীচিকা ছড়ায়, ক্ষুধার্ত পেটগুলো প্রচ্ছন্ন

 

মাটির দিকে মঞ্চ সেসব ভেলকিই ছড়ায়

জমিন চৌচির লাঙলে, তবু ফসল ফলায়

 

বুক ফেয়ার করে ওয়াইল্ড বিস্ট পৃথিবীতে

বক ফেয়ার করে গান ও ধনুক দৌরাত্ম্যে

 

তোমাদের পকেট ভারী হয়, তাই হয়তো

পারভিনরা মিসাইল দেখে, কিয়েভ বিধস্ত!



Post a Comment (0)
Previous Post Next Post